মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম জানান, সকালে ভুট্টাক্ষেতের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নওগাঁর মান্দায় একটি ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কাঞ্চন সুইজগেট এলাকায় শনিবার সকাল ১০টা দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাণ হারানো কৃষক আলেপ আলি (৫০) নউপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ভুট্টাক্ষেতের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।