নারায়ণগঞ্জ আপডেট ঃ
মুসলিম নগর কে এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট মাসুদ পারভেজ সুজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মুসলিম নগর এলাকার আপামর জন সাধারণ। পাশাপাশি এডভোকেট মাসুদ পারভেজ সুজনকে তার মুঠোফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইম্যুতে সকল আত্নীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে এডভোকেট মাসুদ পারভেজ সুজনের মত তরুণ আইনজীবী, সমাজসেবক নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে এডভোকেট মাসুদ পারভেজ সুজন বলেন, মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।