বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মত বিনিময় সভা, এসময়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ঢাকা দক্ষিণের আহ্বায়ক ডেন্টিস্ট মহসিন খান এবং স্পন্সর করেন মেডিপ্লাস বাংলাদেশ লিমিটেড।
প্রধান অতিথি আসন অলংকৃত করেন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ডেন্টিস্ট হারুনের রশিদ এবং প্রধান বক্তা সিনিয়র সহ-সভাপতি ডেন্টিস্ট এমডি শাহজাহান,
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ডেন্টিস্ট মুহাম্মদ আব্দুর রহিম।
এসয় বক্তারা বলেন,
বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি, দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদদের একটি পেশাজীবী জাতীয় সংগঠন এবং এই সংগঠনের সদস্যগণ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দন্ত চিকিৎসা সেবা প্রদান করছে যেটি একটি যুগান্তকারী প্রয়াস।
বাংলাদেশের বিশাল এই জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনের তুলনায় একাডেমিক ডিগ্রিধারী ডেন্টাল সার্জন ও দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদের সংখ্যা খুবই অপ্রতুল।
ডেন্টাল হেলথ সোসাইটির সদস্যগন নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখছে যেটি দেশের জন্য গৌরবে। আপনারা আপনাদের মেধা ও প্রজ্ঞা দ্বারা দেশের সাধারণ মানুষের দন্ত চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা পালন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশায়,এবং সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর সোনার বাংলা গড়ে উঠবে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ শামীম শাহ
মহাসচিব
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এলায়েন্স, এবং সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল স্বপন বিএমটিএ।
বিশেষ অতিথি,ডেন্টিস্ট নাজমুল ইসলাম যুগ্ন সাধারন সম্পাদক,
এবং উপস্থিত ঢাকা মহানগর উত্তরের বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির সদস্যবৃন্দ।