1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
এখনো কেন অবিক্রিত থেকে গেল ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

এখনো কেন অবিক্রিত থেকে গেল ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৪৫ Time View

ক্রিকেটবিশ্বে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে আগ্রহ থাকে তুঙ্গে। এই দুই দলের ম্যাচের টিকেট ছাড়ার দশ মিনিটও হয়নি, সবগুলো টিকেট বিক্রি হওয়ার ঘটনাও আছে। এশিয়ার দুই পরাশক্তির লড়াইয়ে স্টেডিয়ামে দর্শক পরিপূর্ণ দেখা যায় সবসময়ই। এমনকি একটি আসন নিশ্চিত করাও হয়ে পড়ে দুস্কর। অথচ এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতিক্ষিত এ ম্যাচের গ্যালারি থাকতে পারে ফাঁকা। চড়া মূল্যের কারণে টিকেট অবিক্রিত রয়ে গেছে ৬৫০টির বেশি।

ম্যাচের দুইদিন আগেও আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাচ্ছে, নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে দুটি গ্যালারি মিলিয়ে ছয়শর বেশি টিকেট এখনো কেনা হয়নি। প্রিমিয়াম ক্লাব লাউঞ্জ ও ডায়মন্ড ক্লাবের গ্যালারিতেই মূলত আসন ফাঁকা থাকতে পারে। এর পেছনের বড় কারণ টিকেটের দাম। পিচের সোজা এই জায়গায় টিকেটের মূল্য রাখা হয়েছে সবচেয়ে বেশি। ডায়মন্ড ক্লাবের একটি আসনের জন্য খরচ করতে হবে ১০ হাজার ডলার। প্রিমিয়াম ক্লাব লাউঞ্জের আসন বরাদ্ধ করতে প্রয়োজন পড়বে ২ হাজার ৫০০ ডলার।

নিউইয়র্কের মাঠেই হওয়া ভারত ও আয়ারল্যান্ডের ম্যাচে সবচেয়ে কম দামের যে টিকেট ছিল, সেটির মূল্য রাখা হয়েছিল ১৫০ ডলার। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে সর্বনিম্ন ৩০০ ডলারের টিকেট রাখা হয়েছে। যেগুলো সব বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে। এ ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ চিন্তা করেই সবসময় টিকেটের চড়া মূল্য নির্ধারণ করা হয়।

কিন্তু এবার ম্যাচটি যে যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজন হতে যাচ্ছে, তাই টিকেটের মূল্য কমানো যেত বলেও মত প্রকাশ করেছেন অনেকে। আমেরিকার প্রধান খেলা বেসবল ও এনবিএতেও (বাস্কেটবল লিগ) এত দাম থাকে না টিকেটের, সেটা উল্লেখ করে সমর্থকদের বিরক্তি প্রকাশ করতেও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভারত-পাকিস্তান ম্যাচে ফাঁকা গ্যালারি দেখে অভ্যস্ত নন রোহিত শর্মা ও বাবর আজমের দল। নিউইয়র্কের মাঠে তাদের এমন দৃশ্যই হয়তো দেখতে হবে। অবশ্য টিকেট কেনার জন্য একদিনের বেশি সময় পাচ্ছেন আগ্রহী সমর্থকেরা। ‘এ’ গ্রুপের এই লড়াইয়ে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ৯ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৯:২৭)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL