টানা তৃতীয় বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই গৌরবের অধিকারী হলেন তিনি। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু টানা তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের আঙিনায় নরেন্দ্র মোদিকে শপথ পড়ান রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশি-বিদেশি কূটনীতিকসহ আমন্ত্রিত আট হাজার অতিথি।
মোদির পর একে একে শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি, বিজেপি সভাপতি জেপি নড্ডা, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামী, খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এনডিএ-র শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতনরাম মাঝিঁ, এনডিএ-র শরিক দল জেডিইউ-র রাজীবরঞ্জন সিংহ ওরফে লাল্লন, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপি এমপি বীরেন্দ্র কুমার, চন্দ্রবাবু নায়ডুর দলের নেতা কে রামমোহন নায়ডু, বিজেপি এমপি প্রহ্লাদ জোশী, বিজেপি এমপি জুয়েল ওরাওঁ, বিজেপি এমপি গিরিরাজ সিংহ,বিজেপির রাজ্যসভার সদস্য অশ্বিনী বৈষ্ণব, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে, বিজেপি এমপি ভূপেন্দ্র যাদব, বিজেপি এমপি গজেন্দ্র সিংহ শেখাওয়াত, বিজেপি এমপি অন্নপূর্ণা দেবী, মন্ত্রিসভার সদস্য কিরেন রিজিজু, রাজ্যসভার সদস্য হরদীপ সিংহ পুরী, বিজেপি এমপি মনসুখ মান্ডবীয়সহ মোট ৭২ জন।