1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
দি মারিয়ার গোলে ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

দি মারিয়ার গোলে ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৩৩ Time View

আর্জেন্টিনার হয়ে শেষ দুটি প্রস্তুতি ম্যাচে খেলেননি লিওনেল মেসি। এদিন ফিরলেও তাকে বেঞ্চে রেখে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে দলের সেরা তারকার অভাবটা সে অর্থে টের পেতে দেননি আনহেল দি মারিয়া। খেলেছেন আস্থার সঙ্গেই। তার দেওয়া অসাধারণ এক গোলেই জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা।
শিকাগোর সোলজার ফিল্ডে বাংলাদেশ সময় সোমবার ভোরে প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের একমাত্র গোলটি করেন দি মারিয়া।

কোপা আমেরিকায় খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে এদিন মাঠে নেমেছিল আর্জেন্টিনা। জয় তুলে নিলেও ঘাম ঝরাতে হয়েছে দলটিকে। তবে দলটির জন্য স্বস্তির খবর ফিরেছেন মেসি। চোটের কারণে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে সবশেষ দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মাঠে নামেন এই মহাতারকা।

আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক ফলাফল আশা জাগানিয়া ছিল না ইকুয়েডরের। সেই ২০১৫ সালে বিশ্বকাপ বাছাই পর্বে ২-০ গোলের জয়ে পর শেষ সাত ম্যাচে জয় নেই। এর মাঝে ১-৬ গোলের বিশাল পরাজয়ও রয়েছে। এদিন নূন্যতম ব্যবধানে হারের দিনে রক্ষণ জমাট রেখে লো ব্লক তৈরি করে ভালো লড়াই করেছে দলটি।

তবে বল দখলে বেশ পিছিয়ে ছিল ইকুয়েডর। মাঝমাঠের দখল ছিল আর্জেন্টাইনদের। ৬৫ শতাংশ দল দখলে ছিল তাদের। শটও নেয় ১১টি, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৫টি শট নিতে পারলেও তার একটি লক্ষ্যে রাখতে পারেনি ইকুয়েডর।

ম্যাচের ২৬তম গোল করার মতো প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে সৃষ্ট জটলায় দারুণ এক ভলি নিয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে ঝাঁপিয়ে পড়ে তা রক্ষা করেন হার্নান গালিন্দেজ। ৪০তম মিনিটে ডান প্রান্ত থেকে রদ্রিগো দি পলের কাহ থেকে বল পেয়ে ক্রিস্টিয়ান রোমেরোর বাড়ানো বলে ডি-বক্সে ঢুকে দূরের পোস্টে কোণাকোণি এক শটে লক্ষ্যভেদ করেন দি মারিয়া।

৪৩তম মিনিটে ডি মারিয়া নেওয়া ফ্রিকিক দারুণ দক্ষতায় ইকুয়েডোর গোলরক্ষক ফিরিয়ে দিলে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ৬তম মিনিটে মেসি মাঠে নামেন। চার মিনিট পরই বাঁ প্রান্তে দি পলকে একেবারের ফাঁকায় একটি পাস দেন অধিনায়ক। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতেই দেরি করে ফেলায় সুযোগ নষ্ট হয় দলটির।

পরের ১০ মিনিটে কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করে ইকুয়েডর। বেশ কিছু সুযোগও তৈরি করে দলটি। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। এরপর আর্জেন্টিনাও বেশ কিছু আক্রমণ করে। আলোর মুখ দেখেনি তাদের চেষ্টাও।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৯:০৪)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL