1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
প্রবল তাপদাহ ও গাজা যুদ্ধের শোকসন্তপ্ত পরিবেশের মাঝে সৌদি আরবে হজ শুরু - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি টানা পাঁচদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস

প্রবল তাপদাহ ও গাজা যুদ্ধের শোকসন্তপ্ত পরিবেশের মাঝে সৌদি আরবে হজ শুরু

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৪৫ Time View

আজ মক্কায় ১৫ লাখেরও বেশি মুসুল্লি হজ শুরু করেছেন। গাজার যুদ্ধের ভয়াবহতা ও সৌদি আরবের গ্রীষ্মকালীন তাপদাহের মধ্যে শুরু হয়েছে এ বছরের পবিত্র হজ।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

হজ করতে আসা অনেক মুসুল্লি ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন।

মরক্কো থেকে আসা জাহরা বেনিজাহরা (৭৫) কান্নাজড়িত কণ্ঠে এএফপিকে বলেন, ‘আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে আর আমরা তা নিজের চোখে দেখতে পাচ্ছি।’

একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ইন্দোনেশিয়ায়। দেশটির নাগরিক বেলিন্ডা এলহাম বলেন, ‘ফিলিস্তিনে যা হচ্ছে, তার যেন অবসান হয়, সেজন্য আমি প্রতিদিন প্রার্থনা করব।’

সৌদি রাজা সালমান সোমবার একটি সরকারি আদেশ জারি করে জানান, তিনি গাজা উপত্যকায় শাহাদাৎবরণ করেছে বা আহত হয়েছে এমন ব্যক্তিদের পরিবারের এক হাজার সদস্যের হজের খরচ বহন করবেন।

সৌদি আরবের আনুষ্ঠানিক প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর মোট দুই হাজার ফিলিস্তিনি হজযাত্রীকে এই সম্মান দিয়েছে সৌদি আরব।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এএফপির সর্বশেষ হিসাব মতে, এই হামলায় এক হাজার ১৯৪ জন নিহত হন। একইসঙ্গে ২৫০ জনকে জিম্মি করে হামাস। গত নভেম্বরে বন্দি বিনিময়ের সময় মুক্তি পান ১০০ জিম্মি। বাকি জিম্মিদের মধ্যে ১১৬ জন এখনো গাজায় আছেন। ইসরায়েলের দাবি, অন্তত ৪০ জিম্মি নিহত হয়েছেন।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৭ হাজার ২৩২। আহতের সংখ্যা অন্তত ৮৪ হাজার ৮৩২। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

এ বছরের হজ
ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের এক স্তম্ভ হল হজ। প্রতিটি সবল ও সামর্থ্যবান মুসলিমকে তাদের জীবদ্দশায় অন্তত একবার হজ করতে হয়।

করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ ও ন্যুনতম বয়সসীমা প্রত্যাহারের পর গত বছর ১৮ লাখ মানুষ হজ করার সুযোগ পান।

এ বছর সোমবার দিনের শেষ নাগাদ ১৫ লাখ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এ বছর প্রবল তাপের কারণে হজযাত্রীর সংখ্যা কিছুটা কমেছে। কর্মকর্তারা পূর্বাভাষ দিয়েছেন, সৌদি আরবের এই উষ্ণ গ্রীষ্মে দিনের গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আল-আবদুল আলি এএফপিকে জানান, এ বছর তাপ-সংক্রান্ত অসুস্থতায় ১০ হাজারেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বা চিকিৎসা নিয়েছেন। তাদের ১০ শতাংশ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

বৃহস্পতিবার হজ করার উদ্দেশে আগত ব্যক্তিদের মোবাইলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় মেসেজ পাঠিয়ে নিয়মিত পানি পানের পরামর্শ দিয়েছে।

মেসেজে বলা হয়, ‘দিনে দুই লিটারের বেশি পানি পান করুন। সঙ্গে সবসময় ছাতা রাখুন।’

এ ছাড়াও, তাপমাত্রা ৪৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করা হয় এই বার্তায়।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (বিকাল ৩:৪৩)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL