১৭তম ওভারে মোস্তাফিজুর রহমান দিলেন ১ রান। ৩ রান দিলেন ১৯তম ওভারে। আর অন্য প্রান্তে নিয়মিত উইকেট তুলেছেন রিশাদ হোসেন। তাতে এক সময় পর্যন্ত লড়াইয়ে থাকলেও শেষদিকে এসে কঠিন হয়ে যায় নেদারল্যান্ডসের সমীকরণ। শেষ ওভারে তখন প্রয়োজন হয় ৩৩ রানের। তবে শেষ ওভারে ৭ রানের বেশি দেননি তাসকিন আহমেদ। তাতে ২৫ রানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। একই সঙ্গে সুপার এইটে ওঠার লড়াইয়ে এগিয়ে গেল টাইগাররা।
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৪/৮ (লেভিট ১৮, ও’ডাওড ১২, বিক্রমজিত ২৬, এঙ্গেলব্রেখট ৩৩, এডওয়ার্ডস ২৫, ডি লিডি ০, ফন বিক ২, প্রিঙ্গল ১, আরিয়ান ১৫*; মোস্তাফিজ ১/১২, তানজিম ১/২৩, তাসকিন ২/৩০, সাকিব ০/২৯, রিশাদ ৩/৩৩, মাহমুদউল্লাহ ১/৬)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (তানজিদ ৩৫, শান্ত ১, লিটন ১, সাকিব ৬৪, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪; কিংমা ০/২০, আরিয়ান ২/১৭, মেকেরেন ২/১৫, ফন বিক ০/৪৩, ডি লিডি ০/৩১, প্রিঙ্গল ১/২৬)।
ফলাফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)