নারায়ণগঞ্জ আপডেট : দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (৫০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম।
মঙ্গরবার (২৫ জুন) রাতে এক বিবৃতির মাধ্যমে তারা এ শোক প্রকাশ করেন।
বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম বিবৃতিতে দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের স্ত্রীর মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে। সে সাথে তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) দুপুর আড়াইটায় শহরের টানবাজারস্থ থানা পুকুর এলাকায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।