বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে তিনদিনের সমাবেশ কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি চলছে।
১ জুলাই মহানগর পর্যায়ে এবং ৩ জুলাই জেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে।
শনিবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টায় ওলামা দলের গোলাম মোস্তফার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশ কেন্দ্র করে দুপুর ২টার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। এতে কার্যালয়ের সামনের দুই পাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকালে বৃষ্টির মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়। টাঙানো হয় ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্য পাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয় মাইক। সকাল থেকেই ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের জেলা ও মহানগর থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, শামসুজ্জামান দুদু, বরকতউল্লা বুলু, নিতাই রায় চৌধুরী, আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, সাইয়েদুল ইসলাম বাবুল, প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী শপু, সহ-পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, নিপুন রায় চৌধুরী, কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত রয়েছেন।
এদিকে বিএনপির সমাবেশ ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নয়াপল্টন এলাকায় পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।