1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি টানা পাঁচদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস নারায়ণগঞ্জে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে বৈঠক জামায়াত আমিরের ফতুল্লায় ২৩টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্মকর্তারা নারায়ণগঞ্জে ব্যাপক আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩০৯ Time View
Oplus_0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ থেকে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ভবনটির তৃতীয় তলার রুমের ভেতরে একটি এবং বাকি দুটি ভবনের পাশে খোলা মাঠে নিষ্ক্রিয় করা হয়। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে।

এর আগে সকাল থেকেই ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও করে রাখেন এটিইউ সদস্যরা। বিকেলে বাড়ির গ্যাস ও বিদ্যুৎ লাইন বন্ধ করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিম ভেতরে প্রবেশ করে অভিযান কার্যক্রম পরিচালনা করে। অভিযানে তিনটি আইডি বোমা, চাপাতিসহ বিভিন্ন রকমের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওই বাড়ির ভাড়াটিয়া শাহনেওয়াজ বলেন, ‘কখনো বুঝতে পারিনি এখানে জঙ্গি বসবাস করে। তবে একজন হুজুর বসবাস করতেন। তিনি কারও সঙ্গে তেমন কথা বলতেন না। হঠাৎ করেই তিনি এই বাসা ছেড়ে চলে যান।’

আরেক ভাড়াটিয়া পোশাকশ্রমিক ইমন বলেন, ‘আমরা পাশাপাশি রুমে বসবাস করতাম। তারা (যাদের রুম থেকে বোমা উদ্ধার) স্বামী-স্ত্রী বসবাস করতেন। কখনো জানতাম না তারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। প্রশাসনকে ধন্যবাদ জানাই তাদের শনাক্ত করতে পেরেছে। অন্যথায় আমাদের জীবন হুমকির মুখে ছিল।’

ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) সানোয়ার হোসেন বলেন, ‘গত মাসের ৮ ও ৯ তারিখে নেত্রকোনায় একটি অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশব্যাপী অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে গতকাল কক্সবাজার থেকে একজনকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজ শুরু হয়। প্রথমে ভবনটি শনাক্ত করে ঘেরাও করা হয়।’

ভবনটিতে ২০টি রুম রয়েছে। একেক রুমে একেক বাসিন্দা থাকেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বুঝতে সময় লেগে যায়। একপর্যায়ে বুঝতে পারি একটি রুমে তালা দেওয়া রয়েছে। তারা (রুমের বাসিন্দা) দুদিন আগে হঠাৎ করেই চলে গেছে বলে জানতে পারি। তবে দুজন সদস্য অবস্থান করতো। তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাদের মধ্যে একজন নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতো। আইডি ও আইটি সম্পর্কিত বিষয়গুলো প্রশিক্ষণ দিতো।’

পুলিশ সুপার সানোয়ার হোসেন আরও বলেন, ‘একটি রুমে আইটি সম্পর্কিত অনেকগুলো ডিভাইস ও তিনটি বোমা পাওয়া গেছে। পরে একটি রুমের ভেতরে ও বাকি দুটি বাইরে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হবে।’

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৩:৪৩)
  • ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL