নারায়ণগঞ্জ আপডেট: বিএনপির নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জ-৪আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে অর্ধশতাধিক স্থানে সর্তকতা অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।
শনিবার (১০ডিসেম্বর) সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে এমটাই জানিয়েছেন মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি ও সরকারী তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।
মিছিলটি সরকারী তোলারাম কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজে এসে শেষ হয়। মিছিলে মহানগর ছাত্রলীগ ছাড়াও সরকারী তোলারাম কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি গনসমাবেশের নামে যে হানিহানি মারামারি সহিংসতা ও নৈরাজ্য শুরু করেছে তার বিরুদ্ধে আমরা নারায়ণগঞ্জের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সরকারী তোলারাম কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শামীম ওসমান নির্দেশনা দিয়েছেন জনগনের জানমাল নিরাপত্তার সার্থে মাঠে থাকার জন্য। সে লক্ষে আমরা কলেজ ক্যাম্পাসের আশে পাশে সহ বিভিন্ন পাড়া মহল্লায় জন নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। সরকারী তোলারাম কলেজ ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে এই আগুন সন্ত্রাসিদের কঠিন জবাব দিবে। যাতে তারা জনগনের কোন ক্ষতি সাধন করতে না পারে।
তিনি আরও বলেন, শামীম ওসমানের নির্দেশে ও অয়ন ওসমানের সার্বিক সহযোগিতায় নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ,বন্দর সহ ৬০ টি স্থানে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগ অবস্থান করছে। যতক্ষন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের নির্দেশ না আসবে আমরা মাঠে থাকব।