নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তের আগুনে পুড়েছে তিশা পরিবহনের একটি বাস। শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায় নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জাগো নিউজকে বলেন, তিশা পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি, কোনো মাদকাসক্ত ব্যক্তি হয়তো সিগারেট আগুন বাসের মধ্যে ফেলেছে। এ থেকে হয়তো অগ্নিকাণ্ড ঘটে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।