নারায়ণগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সকালে লক্ষ্মীপুরের রায়পুরের তালতলা বাজার চৈয়ালঘর মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রধান আসামি মো. আলম (৩০) নারায়ণগঞ্জ সদরের নিতাইগঞ্জের আমজাদ হোসেনের ছেলে এবং তার সহযোগী মো. নাইম হোসেন (২৬) একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানায়, ২৫ জুন রাতে নাসির শেখকে ডেকে নিয়ে সদরের মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন ‘মা হোটেলে’ নিয়ে রাতের খাবার খাওয়ায়। এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে ভিকটিমকে টেনে হোটেলের বাইরে নিয়ে গ্রেফতাররা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।
পরবর্তীতে ভিকটিমকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।