1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার পরীক্ষা নেবে ইরাক - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ১০ শিক্ষার্থী অসুস্থ সাংবাদিক জিসানের মুক্তি ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি এড. জয়ন্ত ঘোষের মৃত্যুতে নারায়নগঞ্জ আপডেট পরিবারের শোক আমরা যেন ভূমি সংক্রান্ত প্রজেক্টটা সফলভাবে সম্পন্ন করতে পারি : মহাপরিচালক এই সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ-নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা : সালাহউদ্দিন বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে – গিয়াস উদ্দিন বন্দরে হযরত ইন্নত আলী শাহ’র মাজার জিয়ারতে জাকির খান, কর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত ফরাজিকান্দায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা পুলিশি বাধায় কাজ বন্ধ আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় মামলা,আসামি অজ্ঞাতসহ ২৫২, আটক ৩ মাসদাইরে সন্ত্রাসী ও খুনী খন্দকার শাহীন বাহিনী কর্তৃক ব্যবসায়ী লিটন,শ্যামলের বাড়িতে হামলা

বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার পরীক্ষা নেবে ইরাক

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩২৩ Time View

উড়ন্ত আর্জেন্টিনাকে এক ধাক্কায় মাটিতে নামিয়েছে মরক্কো। অলিম্পিকের প্রথম ম্যাচেই আলবিসেলেস্তিদের নাটকীয়ভাবে হারিয়েছে তারা। বিতর্কিত ওই হারের পর এবার টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে আর্জেন্টিনার। বাঁচা-মরার ম্যাচে শনিবার (২৭ জুলাই) ইরাকের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের মাসচেরানোর দল।

লিও স্টেডিয়ামে ইরাক-আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনার। ড্র করলেও অবশ্য সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে অনেক হিসাব-নিকাশ মেলাতে হতে পারে আলবিসেলেস্তিদের।

মরক্কোর বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার ফুটবলে দুঃসহ এক স্মৃতি হয়ে থাকবে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের খেসারত দিয়ে ২-১ গোলের হারে অলিম্পিক অভিযান শুরু হয়েছে নিকোলাস ওতামেন্ডি-হুলিয়ান আলভারেজদের। দর্শকদের বাজে আচরণের পর ম্যাচটাকে সার্কাস বলে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ মাসচেরানো।

ম্যাচ হারের সঙ্গে অনুশীলনে ফুটবলারদের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ঘটনায় মন ভালো নেই দলের। তবে বিক্ষিপ্ত ঘটনার রেশ দূরে রেখে ইরাকের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইরাক নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। ইমান হুসেন ও আলী জসিমদের বিপক্ষে ম্যাচের কঠিন বাধা যে সহজে পাড়ি দেয়া যাবে না সেটা ইতোমধ্যে টের পেয়েছেন হাভিয়ের মাসচেরানো।

বি’ গ্রুপে এখনও কোন পয়েন্ট নেই আর্জেন্টিনার। গ্রুপে ইরাক ও মরক্কো প্রথম জয়ের সুবাদে বেশ সুবিধাজনক অবস্থায় আছে। ইরাক ম্যাচটা তাই অগ্নিপরীক্ষার মঞ্চ আলবিসেলেস্তিদের। ম্যাচের আগে অনুশীলনে তাই পুরো দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন কোচ।

২০০৪ সালের অ্যাথেন্স ও ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। তবে লন্ডন , ব্রাজিল ও টোকিওতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। প্যারিস অলিম্পিক টানা তিন আসরের ব্যর্থতা ঘোচানোরে মিশন। ম্যাচের আগে ইনজুরি নিয়ে নির্ভার পুরো দল। এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে ইকুই ফার্নান্দেজকে। তরুণ আলভারেজের দিকে বাড়তি নজর থাকবে সমর্থকদের। সম্ভাব্য একাদশে ওতামেন্দি, সোলের জুলিও, সিমিওনে গুলিয়ানো, মেদিনা ক্রিস্টিয়ান ও আলভারেজের থাকার আভাস দিয়ে রেখেছেন কোচ।

অলিম্পিকে এবারই প্রথম দেখা হচ্ছে আজেন্টিনা ও ইরাকের। প্রথম সাক্ষাতটা জয়ের সুখস্মৃতি নিয়েই সম্পন্ন করতে চায় আলবিসেলেস্তিরা।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (দুপুর ১২:০১)
  • ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL