1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
ওসমান সাম্রাজ্যের বলয়ে মাস্টার মাইন্ড এস এম রানা আত্মগোপনে থেকেও দখল বাণিজ্য চলছে - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

ওসমান সাম্রাজ্যের বলয়ে মাস্টার মাইন্ড এস এম রানা আত্মগোপনে থেকেও দখল বাণিজ্য চলছে

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ Time View

নারায়ণগঞ্জে ওসমান সাম্রাজ্যের বলয়ে থাকা ভূমিদস্য হিসেবে সুপরিচিত এস এম রানা এখনও অধরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচিত ৪২ লাখ টাকা উদ্ধার কান্ডে অভিযুক্ত মাস্টার মাইন্ড এস এম রানা আত্মগোপনে থেকে এখনও বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র- জনতা আন্দোলনে ওসমান পরিবারের সাথে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র- জনতার উপর গুলিবর্ষণ করে এস এম রানা। ওসমান পরিবারের সাথে সেই মামলার আসামী হলেও এখনও অধরা। বিভিন্ন জায়গায় এস এম রানার সন্ত্রাসী বাহিনী দ্বারা সাধারণ মানুষের জায়গা জমি দখল বাণিজ্য করে বেড়াচ্ছেন বলে স্থানীয়রা জানান।

গোগনগর ও শহিদনগর এলাকাবাসী জানান, এই এসএম রানা নিরীহ মানুষের জায়গায় ছলেবলে সুকৌশলে বায়না করে কদমতলী এলাকায় মাদার প্রিন্ট নামক প্রতিষ্ঠানে টর্চার সেলে নিয়ে মারধর করে ভয় ভীতি দেখিয়ে নিরিহ মানুষের জায়গা জমি হাতিয়ে নেয়। এমন অজস্র অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে। তেমনি ২০১৮ সালে শহিদনগরের বাসিন্দা ফকির চাঁন মোল্লার নিকট হইতে সৈয়দপুর মৌজার ৩০ শতাংশ জায়গা রেজিঃ কৃত বায়না করে। পরে এ বায়না সূত্রে ৩৯ শতাংশ সম্পূর্ণ জায়গা দখল করে নেন এস এম রানা। এমন কি জমিতে বায়না সূত্রে সাইনবোর্ড না লাগিয়ে ক্রয় সূত্রে সাইনবোর্ড ব্যবহার করেন এ ভূমিদস্যু রানা। এ নিয়ে প্রতিবাদ করিলে ফকির চাঁন মোল্লা ও তার ছেলে মামুন কে মাদার প্রিন্টের দ্বিতীয় তলায় টর্চার সেলে চালায় বর্বরোচিত নির্যাতন। 

সংবাদ মাধ্যমে কান্না রত অবস্থায় মৃত ফকির চাঁন মোল্লার ছেলে ভুক্তভোগী মামুন জানান, ২০১৮ সালে ৩০ শতাংশ জায়গা বায়না করে। কিন্তু এস এম রানা সাহেব সম্পূর্ণ ৩৯ শতাংশ জায়গায় ক্রয়কৃত জায়গা উল্লেখ্য করে সাইনবোর্ড লাগানো হলে আমরা প্রতিবাদ করি। তাতে ক্ষিপ্ত হয়ে মাদার প্রিন্টের দ্বিতীয় তলায় টর্চার সেলে নিয়ে আমাকে ও আমার বাবাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়।। বাবা চিন্তায় অসুস্থ্য হয়ে পরে মারা যান।

তিনি আরোও জানান, এস এম রানা এক সময় নুন আনতে পান্তা ফুরাত। মাদার প্রিন্টের নাম ব্যবহার করে গোপনে আপন ছোট ভাই এস এম মাসুদ কে দিয়ে ফেন্সিডিলেরর ব্যবসা করাত। মাদার প্রিন্টের ব্যবহৃত গাড়িসহ বিগত ৪ বছর আগে ৪শ বোতল ফেন্সিডিল নিয়ে প্রশাসনের কাছে আটক হয় রানার ছোট ভাই এস এম মাসুদ। বর্তমানে দুবাই রয়েছেন তিনি। স্বৈরাশাসক আওয়ামীলীগের সময় ওসমান পরিবারের প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর সাথে সখ্যতা গড়ে তুলে হাতিয়ে নেন বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পথ-পদবী। গড়ে তুলেন সন্ত্রাসী সাম্রাজ্য। অপর দিকে প্রশাসনের ক্রসফায়ারের আসামি মাদকের গডফাদার সালাউদ্দিন চৌধুরী বিটুকে ব্যবহার করে ফিল্ম স্টাইলে মাদক ও ভূমিদস্যু সাম্রাজ্য বিস্তার লাভ করে রানা। এছাড়া সড়ক ও জনপথ উন্নয়নে ভূমি অধিগ্রহণের রয়েছে এস এম রানার দুর্নীতি।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৯:০০)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL