পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর ৫নং ঘাট সংলগ্ন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মনোয়ার হোসেন শোখন।
এসময় উপস্থিত ছিলেন, বাল্ক হেড কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাবুব আলম শিশির, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাগর, লাভলু, আলী ইমরান শামীম, মিঠু আহমেদ সহ প্রমুখ।
মিলাদ শেষে দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।