নারায়ণগঞ্জে পুনরায় চালু হলো বন্ধন পরিবহন লিমিটেড। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে পুনরায় পরিবহন সার্ভিসটি চালু করেন সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলবে এ বাস।
বাস সার্ভিসটি পুনরায় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ছাড়াও তার দলের অসংখ্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় রানা বলেন, বিগত সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন পরিবহন বাস চলাচল করতো। সে সময় এ পরিবহনের চেয়ারম্যান ছিলেন, মাহবুব উল্লাহ্ তপন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতা আইয়ূব আলী বাস স্ট্যান্ড দখল করে বন্ধন পরিবহনকে বিলুপ্ত করে সিটি বন্ধন পরিবহন নাম করেন। আজ থেকে আবার নতুন করে বন্ধন পরিবহন সার্ভিসটি চালু করা হলো। এবং বাস ভাড়া কমিয়ে ৫৪ টাকা নির্ধারন করা হয়েছে। আশাকরি, পরিবহনটি যাত্রীদের ভালো সেবা দিতে পারবে।