সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং দুপুর ১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সকল পূজা মন্ডপ থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ, ধর্মীয় ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জ। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে, তাদের উৎসব পালন করে। আসন্ন শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জের মানুষ নির্বিঘ্নে উদযাপন করবে সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।
কোনো প্রকার গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগাবেন, নিজস্ব ভলান্টিয়ার বাহিনী রাখবেন। কোন সমস্যা হলে মন্দির কমিটি, পূজা পরিষদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সাথে যোগাযোগ করবেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর মেজর আয়াজ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ এর সিইও তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা জামায়াতের আমির মাওলানা মাঈনুদ্দিন, মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউস রহমান, মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী হোসনেয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী প্রাইম বাবুল, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা বিশিষ্ট ব্যবসায়ী জয় কে রায় চৌধুরী বাপ্পি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পালসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং মন্দির ও মন্ডপ প্রতিনিধিবৃন্দ।