নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কালির বাজার স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন ও কালির বাজার জুয়েলারী সমিতির যৌথ উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এই বস্ত্র বিতরণ এর আয়োজন করা হয়।
এসময় দেড় শতাধিক অসহায় নারী-পুরুষ মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বিশ্বনাথ কর্মকার, সহ-সভাপতি দুলাল রায়, সাধারণ সম্পাদক স্বপন দাস,সহ-সাধারণ সম্পাদক সেন্টু সাহা, সাংগঠনিক সম্পাদক মধু দাস, ক্রীড়া সম্পাদক সুমন কর্মকার ও দপ্তর সম্পাদক রামকৃষ্ণ সাহা ( রামু ), সাবেক সাধারণ সম্পাদক বাবু মুকুল মজুমদার সহ সংগঠনের নেতৃবৃন্দরা।