বন্দর প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব পালনে পূজা মণ্ডপের নিরাপত্তায় বন্দর র্যালি লেদারার্স পূজা মণ্ডপ পরিদর্শন করছেন নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন র্যালি লেদারার্স এলাকায় এই পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন করে সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা বলেন, শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে মণ্ডপে মণ্ডপে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তায় থাকবে।
বন্দর র্যালি লেদারার্স পূজামণ্ডপের সভাপতি শিবু দাস, বাদল দাস, প্রদীব দাস, সমির দাস, অজিত দাস, অনিক দাস, সুমন দাস সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।