1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
রোনালদোর ফেরাটা সুখকর হলো না, ম্যাচ হারল পর্তুগাল - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

রোনালদোর ফেরাটা সুখকর হলো না, ম্যাচ হারল পর্তুগাল

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৬৮ Time View

বিশ্রাম কাটিয়ে আসা ক্রিস্তিয়ানো রোনালদোর ফেরাটা সুখকর হলো না। বল দখলে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থাকলেও গোলমুখে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলল পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শেষদিকে দুবার জালে বল প্রবেশ করায় থামল তাদের টানা ১১ ম্যাচ জয়ের ধারা।

প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে লুবিয়ানায় স্লোভেনিয়ার কাছে ২-০ গোলে হেরেছে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। রোনালদো বল হারানোর পর পাল্টা আক্রমণে অ্যাডাম সেরিন এগিয়ে নেন স্বাগতিকদের। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন টিমি এলসনিক।ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে কোনো দলই শট লক্ষ্যে রাখতে পারেনি। বিরতির পর পরিস্থিতির বদল ঘটে। দুই দলেরই আক্রমণের সংখ্যা বাড়ে। গোলমুখে স্লোভেনিয়ার নেওয়া আটটি শটের চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, সুইডেনের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে দশ পরিবর্তন নিয়ে খেলতে নামা পর্তুগাল দশটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে স্রেফ দুটি।ম্যাচের ৫৪তম মিনিটে প্রথমবারের মতো বল থাকে লক্ষ্যে। ডি-বক্সের প্রান্ত থেকে স্লোভেনিয়ার বেঞ্জামিন সেসকোর শট দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়োগো কস্তা।

এরপর বেশ কিছু সুযোগ তৈরি করে পর্তুগাল। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক ইয়ান ওবলাকের পরীক্ষা নিতে পারেনি তারা। ৫৯তম মিনিটে রোনালদোর শট বাইরে চলে যায়। দুই মিনিট পর গনসালো ইনাসিওর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৯তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন দিয়োগো দালত। তার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।খেলার ধারার বিপরীতে তিন মিনিট পর পিছিয়ে পড়ে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ীরা। রোনালদোর কাছ থেকে বল কেড়ে নিজেদের অর্ধ থেকে আক্রমণে ওঠে স্লোভেনিয়া। সেসকো কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে ঠাণ্ডা মাথায় নিচু শটে গোল করেন সেরিন।৮০তম মিনিটে পর্তুগালের হার একরকম নিশ্চিত হয়ে যায়। পিটার স্টোয়ানোভিচের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে পড়েন এলসনিক। এরপর ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি।

ম্যাচের বাকি সময়ে গোল শোধের বা সমতায় ফেরার মতো অবস্থা তৈরি করতে পারেনি মার্তিনেজের দল। ফলে প্রায় ১৬ মাস পর হারের তেতো স্বাদ পেতে হলো পর্তুগিজদের। তারা শেষবার পরাস্ত হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (ভোর ৫:৪২)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL